Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয় হ'তে নিম্ন লিখিত সেবা সমুহ প্রদান করা হয়।

1.     উপজেলার ১৮ হতে ৩৫ বৎসরের সমসত্ম বেকার যুব/যুব মহিলাদের বিভিন্ন বিষয়ে ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান করা হয়।

2.    উপজেলার ১৮ হতে ৩৫ বৎসরের সমসত্ম বেকার যুব/যুব মহিলাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিষয়ে প্রশিক্ষণের জন্য জেলায় অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রে মনোনয়ন দিয়ে প্রেরণ করা হয়।

3.    প্রশিক্ষণপ্রাপ্ত যুব/যুব মহিলাদের মধ্যে ১০,০০০/= টাকা হতে ৭৫,০০০/=টাকা পর্যন্ত স্বল্প সার্ভিস চার্জে (১০% সরল সুদ) ঋণ প্রদান করা হয়।

4.     প্রদেয় ঋণ নির্ধারিত সার্ভিস চার্জসহ আদায় করা হয়।

5.    আত্মকর্মীদের গৃহীত প্রকল্পসমুহ নিবীরভাবে পরিদর্শন করা হয়।

6.    বিভিন্ন যুব সংগঠনকে তালিকাভূক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপ-পরিচালকের কার্যালয়ে প্রেরণ করা হয়।